ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার শীর্ষস্থানীয় এক জেনারেল নিহত হয়েছেন। এছাড়া আরেক জেনারেল নিহত হয়েছেন বলে জানা গেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তীব্র সমালোচনা করার পর জেনারেল ইভান পোপোভকে বরখাস্ত করা হয়েছে। তিনি ছিলেন ৫৮তম কম্বাইন্ড আমর্স আর্মির কমান্ডার। তার বাহিনী জাপোরিঝঝিয়া অঞ্চলে তীব্র লড়াইয়ে নিয়োজিত রয়েছে। ইউক্রেনে রুশ অভিযানে থাকা সিনিয়র জেনারেলদের অন্যতম তিনি। পর্যাপ্ত সহায়তা না দিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সৈন্যদের সাথে বিশ্বাসঘাতকতা করছে বলে অভিযোগ করেছিলেন তিনি।
রাশিয়ায় এ ধরনের সিনিয়র কর্মকর্তার প্রকাশ্যে পদত্যাগ করা বা বরখাস্ত করা নজিরবিহীন ঘটনা।
রুশ জেনারেল নিহত
এদকে ইউক্রেনের অধিকৃত দক্ষিণাঞ্চলীয় উপকূলে বারদিনস্কের রুশ সামরিক বাহিনীর একটি হোটেলে হামলায় লে. জেনারেল ওলেগ সোকভ নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো সরকারিভাবে মৃত্যুর খবরটি স্বীকার করেনি।
লে. জেনারেল সোকভ ছিলেন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক ডিস্ট্রিক্টের ডেপুটি কমান্ডার।
সূত্র : সিএনএন ও বিবিসি
Leave a Reply