কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মো. বাদল রহমানের মরদেহ উদ্ধারের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার বাদল রহমানের বড় ছেলে আসিফুর রহমান শাহীল বাদি হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলাটি করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পরস্পর যোগসাজশে বাদল রহমানকে অজ্ঞাত স্থানে নিয়ে শ্বাসরোধ করে বা অন্য কোনোভাবে হত্যা করে। পরে মরদেহ গুম করার জন্য শহরের চরশোলাকিয়া বেপারি বাড়ি পুকুরের পানিতে ফেলে রাখে।
বাদল রহমানের ছেলে শাহীল বলেন, ‘আমার সন্দেহ বাবাকে হত্যা করা হয়েছে। আশা করছি, পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উদঘটন করে জড়িতদের গ্রেপ্তার করবে।’
ওসি মোহাম্মাদ দাউদ বলেন, ‘মরহুম বাদল রহমানের ছেলে আসিফুর রহমান শাহীল বাদী হয়ে আজ সোমবার বিকেলে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ মরদেহ উদ্ধারের পর থেকে এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণের মাধ্যমে তদন্ত করছে। মূল ঘটনা উন্মোচন না করা পর্যন্ত তদন্ত অব্যাহত থাকবে।’
কিশোরগঞ্জ সদর সার্কেলের এএসপি মনতোষ বিশ্বাস বলেন, ‘নানা দিক বিবেচনায় নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।’
Leave a Reply