রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে রুশ সেনাবাহিনীর ভাড়াটে আধাসামরিক বাহিনী ওয়াগনারের বিদ্রোহী যোদ্ধাদের তিনটি সুযোগ দিয়েছেন।
সোমবার দেয়া ওই ভাষণে পুতিন বলেন, যারা বিদ্রোহে অংশ নিয়েছিল, তারা চাইলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মূল সেনাবাহিনীতে যোগ দিতে পারবে। আবার স্বজনের কাছে ফিরে যাওয়া বা বেলারুশে চলে যাওয়ারও সুযোগ থাকবে।
এ সময় তিনি যেকোনো মূল্যে এ বিদ্রোহের অবসান ঘটানোর ইঙ্গিত করেন। পুতিন বলেন, রাশিয়ার অভ্যন্তরে যেকোনো বিশৃঙ্খলাকে ব্যর্থতায় পর্যবেসিত করা হবে।
তিনি আরো বলেন যে ইউক্রেন ও পশ্চিমারা চেয়েছে, এ বিদ্রোহকে কেন্দ্র করে আমাদের নিজেদের মাঝেই রক্তপাত ঘটুক। যেন এর থেকে তারা সুবিধা লাভ করতে পারে। কিন্তু আমি শুরু থেকেই এ ব্যাপারে সতর্ক ছিলাম। তাই বড় ধরনের রক্তপাত এড়ানোর জন্য দিক নির্দেশনা দিয়ে এসেছিলাম।
এ সময় তিনি রুশদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের ঐক্য, সংহতি ও দেশপ্রেমকে আমি শ্রদ্ধা জানাই। আপনারা যে নাগরিক সংহতি দেখিয়েছেন, এতে এ বিষয় প্রমাণিত হয়েছে যে রাশিয়ার অভ্যন্তরে যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা ব্যর্থতায় পর্যবেসিত হতে বাধ্য।
সূত্র : আল জাজিরা মুবাশ্বির
Leave a Reply