মার্কিন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলাইমানির ছবির নিচে আয়োজন করায় ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হননি সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
ইরানের বিরোধী সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালে প্রকাশিত খবর অনযায়ী, শনিবার তেহরানে যৌথ সংবাদ সম্মেলনের জন্য হাজির হয়েছিলেন উভয় দেশের প্রতিনিধিদল। কিন্তু ভেন্যুর দেয়ালে জেনারেল সোলাইমানির ছবি থাকায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ সংবাদ সম্মেলন বর্জন করেন।
খবরে বলা হয়, জেনারেল সোলাইমানির ছবিটি রাখা হয়েছিল সৌদি পোডিয়ামের ঠিক পেছনে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী সেখানে উপস্থিত হতে অস্বীকৃতি জানালে ইরানিরা আরেক কক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত হতে সৌদিদের অনুরোধ করে।
পরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সরাসরি সৌদি প্রতিপক্ষকে আক্রমণ না করেই টুইটারে বলেন, সোলাইমানি হলেন ‘ইসলামি দুনিয়ার ঐক্য ও ভ্রাতৃত্ববোধের’ প্রতীক।
মার্কিন বিমান হামলায় ২০২০ সালের জানুয়ারিতে সোলাইমানি নিহত হন। তিনি ছিলেন পুরো মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি শিয়া মিলিশিয়া বাহিনীগুলোর প্রধান কারিগর। তিনি ইরাক, সিরিয়া ও লেবাননে এসব বাহিনীর শক্তিবৃদ্ধির সাথে জড়িত ছিলেন।
ইরান ও সৌদি আরব চলতি বছর চীনের মধ্যস্ততায় আবার পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
Leave a Reply