তেহরানে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানকে বেশ আন্তরিকভাবে গ্রহণ করা হয়েছে। চীনের মধ্যস্ততায় দুই দেশের মধ্যকার সাত বছরের শীতল সম্পর্কের পর এখন উষ্ণতার ঢল নেমেছে। এর অংশ হিসেবেই হয়েছে এই সফর।
তেহরানে বৈঠককালে প্রিন্স ফয়সাল ও ইরানে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআবদুল্লাহিয়ান নানা বিষয় নিয়ে কথা বলেছেন। তারা কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠাকে ইতিবাচক ঘটনা হিসেবে অভিহিত করেন।
সৌদি শীর্ষ কূটনীতিবিদ ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথেও সাক্ষাত করেছেন।
আলজাজিরার দোরসা জাব্বারি বলেন, দুই দেশ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে আন্তরিক। তারা এখন এগিয়ে যেতে চায়।
তারা কেবল রাজনৈতিক ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক সম্পর্কও ঘনিষ্ঠ করতে আগ্রহী। ইরান আশাবাদী যে সৌদি আরবের সাথে তাদের বাণিজ্য বছরে ১০০ কোটি ডলারে উন্নীত হবে। বর্তমানে তা মাত্র ১৫ লাখ ডলারের।
চীনের মধ্যস্ততায় চুক্তি
ইরান ও সৌদি মন্ত্রীরা চলতি মাসের প্রথম দিকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অর্থনৈতিক জোট ব্রিকস সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন।
এদিকে ইরান ৬ জুন রিয়াদে তার দূতাবাস খুলেছে। এছাড়া জেদ্দায় তার কনস্যুলেট জেনারেলের অফিসেও চালু করেছে।
বলা হয়েছিল, কুয়েতে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি সৌদি আরবে রাষ্ট্রদূত নিযুক্ত হবেন। কিন্তু তাকে দূতাবাস উদ্বোধনী দিনে দেখা যায়নি। বিষয়টি কী ছিল, তা এখনো স্পষ্ট হয়নি।
আর রিয়াদে ইরানি দূতাবাসে উদ্বোধনী অনুষ্ঠান করে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আলিরেজা বিগদেলি।
এদিকে ইরানে কবে নাগাদ সৌদি দূতাবাস চালু হবে তা এখনো স্পষ্ট নয়। তবে একটি অসমর্থিত খবরে বলা হয়েছে, তেহরানের একটি বিলাসবহুল হোটেলে সৌদি একট দল দূতাবাসের কার্যক্রম শুরু করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেটের সফরের এক সপ্তাহ পর সৌদি মন্ত্রী ইরান গেলেন। ব্লিনকেনের সফরের পরপরই ইরান থেকে প্রাকৃতিক গ্যাস আমদানির বকেয়া বাবদ ২.৭ বিলিয়ন ডলার পরিশোধ করে ইরাক। যুক্তরাষ্ট্র ইতোমপূর্বে পরমাণু চুক্তি নিয়ে অচলাবস্থার মধ্যে ওই অর্থ পরিশোধের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল।
এদিকে খবর পাওয়া গেছে, ইরান ও যুক্তরাষ্ট্র উত্তেজনা হ্রাসে ওমানে পরোক্ষ আলোচনা চালাচ্ছে।
আবার ইয়েমেনে উত্তেজনা প্রশমনে ইরান ও সৌদি আরব আলোচনা করছে বলেও খবর পাওয়া গেছে।
এর মধ্যেই ইরানের ঘনিষ্ঠ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে গত মাসে আরব লিগে স্বাগত জানানো হয়েছে।
সূত্র : আল জাজিরা ও অন্যান্য
Leave a Reply