1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

এলডিসি-পরবর্তী সময়ে তৈরী পোশাক রফতানি বাধার সম্মুখীন হতে পারে : বাণিজ্য সচিব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ মে, ২০২৩

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, এলডিসি (স্বল্পোন্নত দেশ) পরবর্তী সময়ে তৈরী পোশাক (আরএমজি) রফতানিতে বাংলাদেশের বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে।

রোববার বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউশনে (বিএফটিআই) ‘স্টাডি অন পলিসি সাপোর্ট অ্যান্ড ইনসেন্টিভস বিফোর অ্যান্ড আফটার এলডিসিস গ্র্যাজুয়েশন ফর আরএমজি সেক্টর’-শীর্ষক ওয়ার্কশপে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের আরএমজি রফতানির প্রবণতা অব্যাহত রাখার পাশাপাশি বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক কিছু নীতি সমর্থন নিশ্চিত করতে হবে।’

বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জাফর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান এবং সঞ্চালনা করেন বিএফটিআই মহাপরিচালক মো: ওবায়দুল আজম।

মো: জাফর উদ্দিন বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশনের আগেই আরএমজি রফতানিতে প্রণোদনা ও ভর্তুকির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com