কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অর্ধগলিত ইরাবতি প্রজাতির একটি ডলফিন। ৯ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্যর ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে।
বৃহস্পতিবার (০৪ মে) দিবাগত রাত ১২টার দিকে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ডলফিনটি ভেসে এসেছে।
কুয়াকাটা ট্যুরিজম ব্যবসায়ী হোসাইন আমির বলেন, রাত ১২ টার দিকে মৃত ডলফিনটি জোয়ারের পানি ভেসে এসে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ওঠে। এটির পিঠে ও মাথায় জালে আটকানোর চিহ্ন রয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশ-এর ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, কুয়াকাটা সৈকতে ভেসে আসা ডলফিনটি ইরাবতি প্রজাতির। এটি জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমি রাতে খবর পেয়ে সেখানে বিট কর্মকর্তাকে মৃত ডলফিনটি বালুচাপা দেয়ার নির্দেশ দিয়েছি।
Leave a Reply