যারা চলে গেছেন, তারা চলেই গেছেন। যারা হারিয়েছেন স্বজন তারাও প্রচন্ড মানসিক ও পারিবারিক ট্রমার মধ্যে দিয়ে কাটিয়েছেন। কিন্তু ২০২০ সালে করোনা ভাইরাস নিউইয়র্ক সিটিতে আঘাত হানার পর প্রায় সব মানুষই নানাভাবে আতংকে অতিবাহিত করেছেন দিনরাত্রি। তার পরিণতি কতটা ভয়ানক হতে পারে তা নিয়ে ধারাবাহিকভাবে গবেষণা চলছে। শুক্রবার নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব হেলথ জানালো নতুন ও অত্যন্ত দুঃখজনক তথ্য। তাহলো প্যানডেমিকের কারণে নিউইয়র্ক সিটির অধিবাসীদের গড় আয়ু কমেছে ৪ বছর।
হেলথ কর্মকর্তারা বলছেন, ২০২০ সালের করোনা মহামারী ১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা মহামারীতে যত মানুষ মারা গিয়েছিল তা ছাড়িয়ে গেছে। ১৯১৮ সালের মহামারীতে মৃত্যুর হার ছিল ১ লক্ষে ২২৩ জন আর ২০২০ সালে তা ১ লক্ষে ২৪১ জন। করোনা মহামারীতে মানুষের গড় আয়ু নেমে আসে ৭৮ বছরে। ২০১৯ সালে ছিল তা গড়ে ৮২.৫ বছর। তবে হিস্পানিক/ল্যাটিনোদের গড় আয়ু কমেছে ৬ বছর।
হেলথ কমিশনার অশ্বিন ভাসান বলেন, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সেই লক্ষ্যে আমরা আরো দৃঢ় ও সাসটেইনেবল পরিকল্পনা গ্রহণ করছি।
Leave a Reply