দ্বিতীয় দিনের মতো আজ শুক্রবার তাইওয়ানের কাছে যুদ্ধজাহাজ ও ফাইটার বিমান পাঠিয়েছে চীন। তাইপের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের নিউইয়র্ক সফর ঘিরে বেজায় চটেছে চীন। এরপরেই চীনের পক্ষ থেকে এমন পদক্ষেপের খবর এলো।
তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ান ঘিরে তিনটি চীনা যুদ্ধজাহাজ যাত্রা শুরু করেছে। এ ছাড়া চীনা ফাইটার জেট এবং একটি সাবমেরিন বিধ্বংসী হেলিকপ্টার তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল অতিক্রম করেছে।
গতকাল বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, তারা তাইওয়ান প্রণালীতে তিনটি যুদ্ধজাহাজ শনাক্ত করেছে।
গত সপ্তাহে সাই ইং-ওয়েনকে নিউ ইয়র্কে স্বাগত জানানো হয়। যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাই ইং-ওয়েনের বৈঠক নিয়ে হুঁশিয়ার বার্তা দিয়েছে চীন।
এর আগে গত বছরের আগস্টে ম্যাকার্থির পূর্বসূরী ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করে। সেই সময় তাইওয়ানকে ঘিরে যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান মোতায়েন করে চীন।
Leave a Reply