রাজধানীর বঙ্গবাজার ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭ ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনী, পুলিশ, আনসার, বিজিবিসহ আরও অনেকেই।
এ সময় ইট-পাটকেল নিক্ষেপকারীদের প্রতিহত করে পুলিশ সদস্যরা। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছোড়া হয়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা ধাওয়া দিলে বিক্ষুব্ধরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পুলিশ বলছে, বেশ কয়েকজন বিক্ষুব্ধ ফায়ার সার্ভিস ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ভবনের কয়েকটি গ্লাস ভেঙ্গে যায়।
এর আগে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
Leave a Reply