ঢাকা প্রিমিয়ার লিগে আবারো হেসে উঠেছে এনামুল হক বিজয়ের ব্যাট। প্রথম ম্যাচ খেলতে নেমেই শতক ছুঁয়েছেন তিনি। খেলেছেন ১১৮ বলে ৬ চার আর ৬ ছক্কায় ১২৩ রানের ইনিংস। বিজয়ের শতকে ভালো সংগ্রহ পেয়েছে তার দল আবাহনী। ৬ উইকেট হারিয়ে ৩৭২ রানের বিশাল সংগ্রহ পেয়েছে তারা।
বৃহস্পতিবার মিরপুরে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে আবাহনী। যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। টসে হেরে ব্যাট করতে নেমে ব্রাদার্সের সামনে বিজয়ের শতক আর দুই অর্ধশতকে ৩৭৩ রানের এই বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে ঐতিহ্যবাহী এই ক্লাব।
বিজয়ের আগে শতক স্পর্শ করতে পারতেন ওপেনার নাঈম শেখ, তবে ৭৪ বলে ৮৫ রান করে আউট হয়ে যান তিনি। এ দিকে নাঈম-বিজয় ফিরলেও আবাহনীর রানের চাকা সচল রাখেন আফিফ হোসেন ধ্রুব ও মোসাদ্দেক হোসেন সৈকত। ৪৬ বলে ৬৫ রান করে আফিফ আর ২৭ বলে ৪৬ রান করে আউট হন মোসাদ্দেক। শেষ দিকে ঝড় তোলেন জাকির আলি অনিক, ১১ বলে ৩ ছক্কায় ২৬ রান করেন তিনি।
শতকের সাথে এদিন ৬ হাজার রানের গণ্ডিও ছুঁয়েছেন বিজয়।
Leave a Reply