হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা ক্যাস্ট্রো বলেছেন, তিনি চীনের সাথে তার দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চান। এই পদক্ষেপের অর্থ হলো, তিনি স্বশাসিত দ্বীপ তাইওয়ানের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।
হন্ডুরাসের প্রেসিডেন্ট মঙ্গলবার তার টুইটারে বলেন, চীনকে স্বীকৃতি প্রদানের প্রক্রিয়া শুরু করার জন্য তিনি তার পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
মধ্য আমেরিকা ও প্যাসিফিকের দেশ হন্ডুরাস হলো চীনকে বাদ দিয়ে তাইওয়ানকে স্বীকৃতি প্রদানকারী অল্প কয়েকটি দেশের একটি। যুক্তরাষ্ট্র এই অঞ্চলকে তার প্রভাব-বলয়ে থাকা অঞ্চল মনে করে। আর চীন এই অঞ্চলের দেশগুলোর সাথে সম্পর্ক গভীর করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বছর দেড়েক আগে নিকারাগুয়াও তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আর ২০১৯ সালে সলোমন দ্বীপপুঞ্জসহ কয়েকটি প্যাসিফিক দেশ তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করে। এখন হন্ডুরাস ছিন্ন করায় মাত্র ১৩টি দেশের সাথে তাইওয়ানের সম্পর্ক টিকে থাকল।
বেইজিং মনে করে, তাইওয়ান তার নিজস্ব এলাকা। এই এলাকার সাথে অন্য কোনো দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে না। তবে তাইপে সরকার চীনের এই ধারণাকে প্রত্যাখ্যান করে।
সূত্র : আল জাজিরা
Leave a Reply