সিরিজ নিশ্চিত করতে রোববার মাঠে নামছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে যেকোনো ফরম্যাটে প্রথমবারে সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয় পাওয়ায় আজ মিরপুরে দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেলেই এই কীর্তি গড়ে ফেলবে সাকিব বাহিনী।
প্রথম টি-টোয়েন্টিতে শুধুই জয় নয়, চোখ ধাঁধানো জয়ই পেয়েছে টাইগাররা। সব বিভাগেই ছিল দুর্দান্ত, বাধা হয়নি তারুণ্য, অভিজ্ঞতা কিংবা দূরত্ব। সবাই যার যার জায়গা থেকে সেরাটাই দেয়ার চেষ্টা করেছেন, বলা যায় তা পেরেছেন। যেই জয় আত্মবিশ্বাসী করে তুলেছে ক্রিকেটারদের, বাড়িয়ে দিয়েছে ক্ষুধা। সেই ক্ষুধা নিবারণ করতে সিরিজ জয়ের বিকল্প নেই।
আজ মিরপুর শের-ই-বাংলায় বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় পেলেই প্রথম বারের মতো ইংলিশদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। ইংল্যান্ডও অবশ্য ছেড়ে কথা বলবে না, প্রথম ম্যাচ হেরে আহত সিংহ হয়ে আছে তারা। সব মিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষা করতেই পারে সমর্থকেরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।
বলাবাহুল্য, এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিপক্ষীয় কোনো সিরিজে মুখোমুখি হয়নি এই দুই দল। তবে বছর দুয়েক আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল টাইগাররা। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে সেই প্রথম ও সেই শেষবার খেলেছিল বাংলাদেশ। যদিও ম্যাচটা ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দল।
তবে প্রথম ম্যাচে জয় নিয়ে বাংলাদেশ দল এখন বেশ উজ্জীবিত। উৎফুল্ল মনেই অনুশীলন করছেন ক্রিকেটাররা। বয়সের ব্যবধান ভুলে সবাই এক হয়ে, একটা দল হয়েই খেলছে টাইগাররা। হাসছে, খেলছে, দুষ্টোমি করছে, মজায় মেতে উঠছে; তবে কাজের কাজে বেশ সিরিয়াস তারা। আগের ম্যাচের ভুলগুলো শুধরাতে দীর্ঘক্ষণ কোচের সাথে কাজে ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা।
সব মিলিয়ে বাংলাদেশ দল প্রস্তুত, প্রস্তুত ইংলিশ সিংহ বধ করতে। ইংল্যান্ডকে প্রথমবারের মতো কোনো সিরিজে হারাতে। বাকি সব দলের বিপক্ষেই সিরিজ জয়ের স্বাদ থাকলেও ইংলিশদের বিপক্ষে তা এখনো অপূর্ণ। তবে ব্যাটে-বলে আর ভাগ্যে মিলে গেলে হয়তো আজই এই অপেক্ষার অবসান ঘটবে টাইগারদের।
Leave a Reply