1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

মগজ খেয়ে ফেলল অ্যামিবা, একজনের মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মস্তিষ্কখেকো বিরল অ্যামিবায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিমের শালর্ট কাউন্টির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত ওই ব্যক্তি ট্যাপের পানি ব্যবহার করে নাকের সাইনাস ধুয়ে ফেলার পর সংক্রমিত হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্যমতে সংক্রমণ প্রায় সবসময়ই ভয়াবহ। মগজখেকো অ্যামিবা নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে সংক্রমিত হয়। তবে দেশটির কর্মকর্তারা মৃত ব্যক্তির পরিচয় জানাতে পারেননি।

গত ২৩ সেপ্টেম্বর ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ জানায়, ট্যাপের পানি ব্যবহার করে নাকের সাইনাস ধুয়ে ফেলার পর সম্ভবত এক ব্যক্তি মস্তিষ্কখেকো বিরল অ্যামিবায় আক্রান্ত হয়েছেন।

এরপর গতকাল বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তের মুখপাত্র মুখপাত্র জে উইলিয়ামস ওই রোগীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, একাধিক সরকারি সংস্থার কর্মকর্তারা ‘এই সংক্রমণ কীভাবে ঘটেছে তার তদন্ত চালিয়ে যাচ্ছেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com