দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন একই পরিবারের তিনজন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। এর আগে দ্বিতীয় দফায় যে দু’জন আক্রান্ত হয়েছেন তারাও হাসপাতালে আছেন। এ নিয়ে মোট পাঁচজন হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার দুপুরে রাজধানীর মহাখালীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক সেব্রিনা ফ্লোরা।
তিনি জানিয়েছেন, নতুন আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী ও বাকি দু’জন শিশু রয়েছে। শিশুদের বয়স ১০ বছরের নিচে। এই তিনজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
এর আগে গত ৮ মার্চ বাংলাদেশে তিনজন করোনা রোগী শনাক্ত হন। এদের মধ্যে দুজন ইতালি ফেরত প্রবাসী ছিলেন। বাকি একজন ছিলেন ওই আক্রান্তদের একজনের স্ত্রী। পরে গত শুক্রবার আইইডিসিআর জানায়, আক্রান্ত তিন ব্যক্তির মধ্যে তিনজনই সুস্থ হয়েছেন।
এরপর শনিবার (১৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো দু’জনের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Leave a Reply