শেষ পর্যন্ত লাহোর হাইকোর্টের নির্দেশ মানলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার বিচারপতি আলি বাখর নাজফির নেতৃত্বাধীন বেঞ্চের সামনে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন জানালেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধান।
লাহোর হাইকোর্ট একটি মামলায় ৩ মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জানিনের আবেদন মঞ্জুর করায় আপাতত তার গ্রেফতার হওয়ার আশঙ্কা কাটল। সোমবার বিচারপতি নাজফির বেঞ্চ বেআইনিভাবে দলীয় তহবিলে অনুদান নেয়ার মামলায় ইমরানের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছে।
পিটিআইয়ের সমর্থকদের নিয়ে পাকিস্তান নির্বাচন কমিশনের দফতরের সামনে হিংসাত্মক বিক্ষোভ কর্মসূচির অন্য একটি অভিযোগও রয়েছে ইমরানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে এ নিয়ে সন্ত্রাস দমন আইনে মামলা এ নিয়ে মামলা রুজু করেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। গ্রেফতারি এড়াতে প্রথমে পাকিস্তানের সন্ত্রাস দমন আদালতে আবেদন জানিয়েছিলেন ইমরান। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যাওয়ায় গত বুধবার লাহোর হাইকোর্টে আইনজীবী মারফত আবেদন জানাতে চেয়েছিলেন তিনি।
কিন্তু বিচারপতি তারিক সেলিম শেখ জামিনের আবেদনের শুনানি না করে জানিয় দেন, আবেদন জানাতে হলে ইমরানকে সশীরের হাজির হতেই হবে। এর পর ইমরানের গ্রেফতারি ঠেকাতে সমর্থক ও অনুগামীরা লাহোরের জার্মান পার্ক এলাকায় তার বাড়ি ঘিরে অবস্থান বিক্ষোভ শুরু করে। শনিবার সাবেক পাক জাতীয় ক্রিকেট অধিনায়ক অনুগামীদের সামনে হাজির হয়ে ‘জেল ভরো’ আন্দোলনের ডাক দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আদালতের নির্দেশ মানলেও এ মামলাটি নিয়ে সোমবার শুনানি হয়নি আদালতে।
প্রধানমন্ত্রী পদে থাকাকালীন বিদেশী রাষ্ট্রনেতাদের কাছ থেকে পাওয়া উপহার বেআইনিভাবে বিক্রি করার অভিযোগে গত অক্টোবরে পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’ থেকে ইমরানকে বরখাস্ত করেছিল ওই দেশের নির্বাচন কমিশন। পাশাপাশি জানানো হয়েছিল, ইমরান পরবর্তী ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কমিশনের ওই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছিল ইমরানের দল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
Leave a Reply