বিশ্বজুড়ে ওমরাহ-যাত্রীরা যাতে আরো সহজে ইবাদতটি করতে পারেন, সেজন্য সৌদি আরব ওমরাহ-যাত্রীদের দেশটিতে আগমন ও নির্মগনের কাজটি স্বস্তিদায়ক করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে ওমরাহ-যাত্রীরা দেশটির যেকোনো আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে প্রবেশ ও বের হতে পারবেন।
মঙ্গলবার জেনারেল অথোরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) এক সার্কুলারে জানায়, সকল জাতীয় ও বিদেশী এয়ারলাইন্সকে নির্দেশনা দেয়া হয়েছে যে তারা ওমরাহ-যাত্রীদের জন্য দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবে।
সার্কুলারে সরকারের নির্দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ কাজ করার জন্য এয়ারলাইন্সগুলোকে হুঁশিয়ার করে দেয়া হয়েছে। তা না হলে তাদের শাস্তি পেতে হবে বলেও জানানো হয়েছে।
এর আগে ওমরাহ-যাত্রীরা কেবল জেদ্দা ও মদিনা বিমানবন্দর থেকে আগমন ও নির্গমনের কাজ করতে পারতেন। বর্তমানে ওমরাহ-যাত্রীদের পছন্দ করার অনেক স্বাধীনতা দেয়া হয়েছে।
সূত্র : সিয়াসত
Leave a Reply