তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ভয়ঙ্কর বর্ণবাদী ও ধর্মবিদ্বেষকে উসকে দেওয়া সুইডেনের ন্যাটোর সদস্যপদ পাওয়ার আশা করা উচিত না। কারণ এ জঘন্য কাজের পর ন্যাটোর সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে তুরস্ক এ দেশটিকে আর সমর্থন দেবে না। খবর বিবিসির।
সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ ও পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দেওয়ার ঘটনায় এ মন্তব্য করেন এরদোগান। মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ‘ন্যাটোর সদস্যপদের জন্য সুইডেন যেন আমাদের কাছ থেকে সমর্থন পাওয়ার আশা না করে। পরিষ্কার করে বলে দিচ্ছি যারা আমাদের দূতাবাসের সামনে ওই ধরনের জঘন্য কাজ করতে পারে, তারা আমাদের কাছ থেকে বিন্দুমাত্র সহায়তা পাবে না।’
তুরস্ক যেহেতু আগে থেকেই ন্যাটোর সদস্য, সেহেতু এটি অন্য দেশকে এ সামরিক জোটে যোগদানে বাধা দেওয়ার এখতিয়ার রাখে। এরই মধ্যে দেশটি সুইডেনের কাছে বেশ কিছু দাবি পেশ করেছে, যার মধ্যে কিছু কুর্দিদের প্রত্যর্পণের বিষয়ও রয়েছে। দুই সপ্তাহ আগে স্টোকহোমের তুরস্ক দূতাবাসের সামনে এরদোগানের কুশপুত্তলিকা পোড়ান সুইডেনের কিছু কুর্দি বিক্ষোভকারী। এ ঘটনায় তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর সুইডিশ প্রতিরক্ষামন্ত্রী পাল জনসনের সফর বাতিল করতে বলেছেন।
Leave a Reply