টম মুডি নয়, ডেভিড মুরকে নিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫৮ বছর বয়সী এই অস্ট্রেলিয়ানকে হেড অব প্রোগ্রামস পদে নিয়োগ দিয়েছে বিসিবি। বিসিবি থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, বাংলাদেশের ক্রিকেট নিয়ে কাজ করতে দুই বছরের চুক্তিতে আগামী মাসেই বাংলাদেশে আসছেন ডেভিড মুর।
বেশ কিছু দিন ধরে ক্রিকেট পাড়ায় আলোচনা চলছিল, দেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্যে সঠিক পরিকল্পনা গ্রহণ ও পাইপলাইন সমৃদ্ধ করতে একজন পরামর্শক নিয়োগ দিবে বিসিবি৷ যেখানে আলোচনায় ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও সময়ের অন্যতম সেরা কোচ টম মুডি৷ তবে শেষ পর্যন্ত মুডিকে পেছনে ফেকে ডেভিড মুর দায়িত্বটা নিয়ে নিলেন কাঁধে।
মূলত বিসিবির হাই পারফরম্যান্স দল ও বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামের জন্য পরিকল্পনা করা, কৌশল সাজানো ও বাস্তবায়ন করাই হবে মুরের কাজ।অর্থাৎ জাতীয় দলের পাইপলাইনের চাহিদা পুরণে কাজ করবেন মুর। সেইসাথে তিনি কোচদের ডেভেলপমেন্ট প্রোগ্রামও তদারকি করবেন।
ডেভিড মুর ক্রিকেট বিশ্বে খুব একটা আলোচিত নাম না হলেও একেবারেই অপরিচিত নয়। জাতীয় দলে কাজ করার পাশাপাশি হাই পারফরম্যান্স ম্যানেজার ও কোচ ডেভেলপার হিসাবে ডেভিড মুরের বেশ সুনাম আছে। নিউ সাউথ ওয়েলসের হেড অব কোচ ডেভেলপমেন্ট হিসাবে কাজ করেছেন তিনি।
মুরে ছিলেন অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সিলেন্সেরও সিনিয়র কোচ। ওয়েস্ট ইন্ডিজের দলের সহকারী কোচ হিসাবেও কাজ করেছেন তিনি। এমনকি ২০০৭ সালের ইংল্যান্ড সফরে দলটির প্রধান কোচ হয়েছিলেন মুরে। বারমুডা জাতীয় দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।
বিসিবিতে কাজ পেয়ে বেশ উচ্ছ্বসিত মুরে৷ এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত বিসিবির হেড অব প্রোগ্রামস হয়ে কাজ করতে। আমি মুখিয়ে আছি প্রধান কোচ, তাদের কোচিং ও সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারদের সাহায্য করে তাদের দক্ষতা বাড়াতে।
Leave a Reply