আফগানিস্তানে নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়গুলোতে উপস্থিত থাকা তালেবান সরকার নিষিদ্ধ করার ফলে বিদেশী শিক্ষার্থী যারা সেখানে চিকিৎসা শাস্ত্র পড়ছিলেন তাদের জন্য মারাত্মক বিপদ ডেকে এনেছে।
গত সপ্তায় ১০৫ জন নারী শিক্ষার্থী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়ে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন জানান। এই সব ছাত্রী আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের পশ্চিমে খাইবার-পাখতুনখোয়া এলাকা থেকে সেখানে পড়তে যান।
মঙ্গলবার এই বিক্ষোভকারীরা জাতিসঙ্ঘের সাহায্যের জন্য আবেদন জানান এবং পাকিস্তান সরকারকে সরকারি খাতের মেডিক্যাল কলেজগুলোতে বিশেষ বৃত্তি প্রদানের দাবি জানিয়েছেন।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর নানগারগারহারের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী সানা গুল বলেন, ‘আমরা ইসলামাবাদে জাতিসঙ্ঘের দফতরে গিয়েছিলাম, আমরা আমাদের জন্য বৃত্তির ব্যবস্থা করতে তাদের কাছে আবেদন জানিয়েছি। আমরা এই ১০৫ জন শিক্ষার্থী; আমরা তাদের কাছে অনুরোধ করছি আমাদের শিক্ষার সুযোগ দেয়ার জন্য।’
সূত্র : ভয়েস অফ আমেরিকা
Leave a Reply