শাস্তি এড়াতে পারলেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিপিএলের অব্যবস্থাপনা ও আম্পায়ারদের মানহীনতা নিয়ে মন্তব্য করায় শাস্তির খড়গ নেমে এসেছে তার কাঁধে। ম্যাচ ফি’র ৫০ ভাগ জরিমানা করা হয়েছে তাকে। দেয়া হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্টও।
বরিশালের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হবার পর সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দীন। এই সময় তিনি শাস্তির ভয়ে কিছু বলতে না চাইলেও বলে ফেলেন অনেক কিছুই। এই সময় আম্পায়ারদের সামনে নিজেদের হাত-পা বাঁধা বলেও মন্তব্য করেন সালাউদ্দিন।
সালাউদ্দিন বলেন, ‘কী করতে পারি? আমাদের তো কিছু করার নেই। আমরা মাঠে চিল্লাচিল্লি করি এটা কি চান? সাসপেন্ড করে দেবে। প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দিব বা প্রতিবাদ করবো সেটা করেও তো লাভ নেই। কোনো লাভ হবে না। আসলে কিছু করার নেই। হাত-পা বাঁধা আছে। যা হবার তাই হবে আর কী।’
কিন্তু এরপরও শাস্তি এড়াতে পারলেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ। হয়তো নিষেধাজ্ঞা পাননি, তবে এক বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানিয়েছে, ‘বিসিবির কোড অফ কন্ডাক্ট এবং প্লেয়ার সাপোর্ট প্যানেলের লেভেল ২ অনুচ্ছেদ ২.৭ লঙ্ঘনের জন্য সালাউদ্দিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ফলে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে সালাউদ্দিনের নামের পাশে।
Leave a Reply