ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে দীর্ঘ ৩৬ বছরের অবসান ঘটিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। তবে কাতার আসরে বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসিদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, বঁধাভাঙা উদ্যাপন করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে আলবিসেলেস্তারা। সেসব খতিয়ে দেখতেই এবার তদন্ত শুরু করল ফিফা।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফাইনাল জয়ের পর আর্জেন্টিনা দলের ‘আক্রমণাত্মক আচরণ’–এর বিরুদ্ধে ‘শাস্তিমূলক কার্যক্রম’ শুরু করেছে। সংবাদ সংস্থা এএফপি এমন খবর প্রকাশ করেছে।
আর্জেন্টিনা দল ড্রেসিংরুমে ফিরে ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও মজা করে। এছাড়া দেশে ফেরার পরও এমবাপ্পেকে খোঁচানো থামাননি মার্তিনেজ। ছাদখোলা বাসে শোভাযাত্রার সময়ও এমবাপ্পেকে নিয়ে বিদ্রূপ করেন আর্জেন্টিনা দলের এই গোলরক্ষক।
পরে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) এমন উদ্যাপনের প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ)। যদিও এমবাপ্পেকে খুঁচিয়ে মার্তিনেজদের উদ্যাপনকে ‘অস্বাভাবিক’ বলেছিল এফএফএফ। এমবাপ্পে নিজেও এতে কিছু মনে করেননি।
এদিকে শুধু আর্জেন্টিনা দলের উদ্যাপন নিয়ে তদন্ত নয়, এএফএর বিরুদ্ধেও তদন্ত করবে ফিফা। মেসির দেশের বোর্ডের বিরুদ্ধে মিডিয়া ও মার্কেটিং নীতিমালা ভঙ্গের অভিযোগ রয়েছে। ফিফা মনে করে, ফাইনালে ডিসিপ্লিনারি নীতিমালার ৪৪তম ধারা ভেঙেছে এএফএ।
ক্রোয়েশিয়া ফুটবল দলও ফিফার শাস্তিমূলক কার্যক্রমের আওতায় আছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষে লুকা মদ্রিচরা এমন গানে গলা মিলিয়েছেন, যেটিকে সম্ভাব্য ‘বৈষম্য’ ও ‘ম্যাচের শৃঙ্খলা ও নিরাপত্তাভঙ্গ’ বিধিতে তদন্ত করা হচ্ছে। এছাড়া ইকুয়েডর, মেক্সিকো ও সার্বিয়ান ফুটবল ফেডারেশনের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে ফিফা।
Leave a Reply