বিশ্বকাপ জিতে পিএসজিতে ফেরার পর গতকাল বুধবার রাতেই প্রথম মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। পিএসজি তাকে মাঠে সংবর্ধনা না দিলেও পার্ক দে প্রিন্সেসের স্পিকারে আর্জেন্টাইন তারকার নাম ঘোষণা হতেই দর্শকেরা উষ্ণ অভ্যর্থনায় তাকে বরণ করে নেন।
ক্রিস্তোফ গালতিয়েরের একাদশে মেসিকেই দেখার অপেক্ষাই ছিল। গালতিয়ের যেমন সে অপেক্ষা ঘুচিয়েছেন, তেমনি মেসিও প্রত্যাশা পূরণ করেছেন। গত বছর নিজের শেষ ম্যাচটা ঠিক যেখানে শেষ করেছিলেন, যেন সেখান থেকেই শুরু করলেন!
কাতার বিশ্বকাপ ফাইনাল ছিল গত বছর মেসির শেষ ম্যাচ। ফ্রান্সের বিপক্ষে সে ম্যাচে মেসি গোল করেছিলেন, আর্জেন্টিনাও জিতেছিল। যদিও সেটি টাইব্রেকারে। কাল রাতেও মেসি গোল করলেন আর অঁজের বিপক্ষে পিএসজিও ২-০ ব্যবধানের জয় তুলে নেয়।
৫ মিনিটে উগো একিতেকের গোলের পর ৭২ মিনিটে লক্ষ্যভেদ করেন মেসি। এর মধ্য দিয়ে ২০০৫ সাল থেকে প্রতিবছরই লিগে অন্তত একটি গোল হয়ে গেল আর্জেন্টাইন তারকার। ২০২৩ সালেও এটি মেসির প্রথম গোল।
Leave a Reply