নিউইয়র্কের কিছু প্রবেশপথে ৮ জানুয়ারি থেকে আরেক দফা টোল বৃদ্ধি পেয়েছে। হল্যান্ড ট্যানেল, লিংকন ট্যানেলসহ পোর্ট অথরিটির নগর পারাপারের বিভিন্ন সড়কে এ বর্ধিত টোল কার্যকর হয়েছে। সব ক্ষেত্রেই গাড়িপ্রতি কমপক্ষে এক ডলার করে বৃদ্ধি পেয়েছে। অফপিকের জন্য এখন টোল হচ্ছে ১২ ডলার ৭৫ সেন্টস। পিক আওয়ারে তা হচ্ছে ১৪ ডলার ৭৫ সেন্টস। যারা মেইলে টোল দেবেন তাঁদের বেলায় ১৭ ডলার করে পরিশোধ করতে হবে। পোর্ট অথরিটি বোর্ড গতমাসে এ বৃদ্ধি অনুমোদন করেছে। অর্থনৈতিক মন্দার সাথে সমন্বয় করতে গিয়ে ২০২৩ সালে সংস্থাটির ৮ বিলিয়ন বাজেট সামাল দিতেই টোল বৃদ্ধির এ সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানানো হয়েছে।
কংগ্রেসম্যান হোজে গথেইমার বলেন, এ টোল বৃদ্ধি নিউজার্সির সড়ক উন্নয়নে সাহায্য করবে বলে আশা করা যায়। নিউজার্সিতে বসবাস করা সীমিত আয়ের লোকজনের জন্য চাপ সৃষ্টি করবে। এসব লোকজন যাতায়াত ব্যয় সামাল দিতে এখন সমস্যায় পড়তে হবে বলে মনে করছেন এ আইনপ্রণেতা।
Leave a Reply