অভিমানে অবসর নেয়া পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সদ্য বিদায়ী প্রেসিডেন্ট রমিজ রাজা। তিনি আমিরের দিকে ইঙ্গিত করে বলেছেন, তার মনোযোগ রাজনীতি ও টুইট করার দিকে।
শুক্রবার জিও নিউজ উর্দু ভার্সনের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি একটি প্রাইভেট টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে রমিজ রাজা এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে নিজের দায়িত্ব পালনের সময়ে কেন আমিরকে খেলালেন না- উপস্থাপকের এমন একটি প্রশ্নের জবাবে রমিজ বলেন, আমিরকে দলে নেয়া- না নেয়ার কর্তৃত্ব নির্বাচক প্যানেলের ছিল, আমার নয়। যদি আমিরকে খেলানোই হত, তাহলে তো শাহিন আফ্রদি, হারিস রউফ ও ওয়াসিম জুনিয়রকে একাদশ থেকে বাদ দিতে হত। অথচ এই তিন পেসার ২০-২১ বছর বয়সের। তাদের মনোযোগ শুধুমাত্র ক্রিকেটের দিকে, রাজনীতি ও টুইট করার দিকে নয়।’
নিজের সময়কার সাফল্যা উল্লেখ করে রমিজ রাজা এ সময় আরো বলেন, ‘আমরা দায়িত্ব পালনকালে এক বছরে বোর্ডে প্রায় পাঁচ বিলিয়ন রুপি জমা হয়েছে। সাদা বলের ক্রিকেটে আমরা অবিশ্বাস্য পারফর্ম করেছি। আমরা এশিয়া কাপের ফাইনাল খেলেছি।’
Leave a Reply