কাতার বশ্বকাপ শুরু হতে আর মাত্র ৫ দিন বাকি। এরইমধ্যে সবকটি দেশ নিজেদের দল চূড়ান্ত করেছে। আসরের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। কেননা ২০১৯ সাল থেকে তারা টানা ৩৫ ম্যাচে অপরাজিত রয়েছে। তবে বিশ্বকাপে নিজেদের ফেভারিট তকমা দিতে রাজি নন লিওনেল মেসি। তার মতে এই ব্যাপারটি দলে বাড়তি চাপ এনে দেবে।
মেসির নেতৃত্বে গত বছর কোপা আমেরিকা জয় করে আর্জেন্টিনা। সম্প্রতি কনমেবলের এক সাক্ষাৎকারে হোস্ট ইজিকুয়েল লাভেজ্জিকে মেসি বলেন, ‘কোপা আমেরিকা ছিল বিশেষ কিছু। কেননা এটিকে আমি খুব করে চাইছিলাম। এটার জন্য আমাকে অনেক লড়তে হয়েছে।’
তবে বিশ্বকাপে কোন দলগুলোকে এগিয়ে রাখছেন মেসি? জবাবে ৭ বারের ব্যাল ডি’অর জয়ী বলেন, ‘প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলই কাছাকাছি। কিছু চমক থাকে, তবে সাধরণভাবে বড় দলগুলো এগিয়ে থাকে। আমার মতে ব্রাজিল, ফ্রান্স ও ইংল্যান্ড অন্যদের থেকে কিছুটা এগিয়ে রয়েছে। তবে যেকোনো কিছুই হতে পারে।’
আগামী ২২ নভেম্বর সৌদি আরবের মুখোমুখি হয়ে কাতার বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। তার আগে বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে স্কালোনির দল।
Leave a Reply