শিরোপা নিষ্পত্তির মাধ্যমে শেষ হয়েছে ২৯ দিনের বিশ্বকাপ মহাযজ্ঞ। শিরোপা গেছে ক্রিকেটের আতুঘর ইংল্যান্ডে। শুধুই শিরোপা নয়, টুর্নামেন্ট সেরার পুরস্কারও গিয়েছে ইংল্যান্ডে। এবার আইসিসির ঘোষিত বিশ্বকাপের সেরা একাদশেও দেখা মিললো ইংলিশ ক্রিকেটারদেরই আধিপত্য।
ব্যাট-বলের লড়াইয়ে আলাদাভাবে নজর কাড়া বেশ কয়েকজন ক্রিকেটার নিয়ে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। সেরা ১১-এর মাঝে সর্বোচ্চ চারজন ক্রিকেটার জায়গা পেয়েছেন ইংল্যান্ড থেকে। চ্যাম্পিয়নস দলের অধিনায়ক জস বাটলারের পাশাপাশি একাদশে আছেন ওপেনার অ্যালেক্স হেলস, অলরাউন্ডার স্যাম কারান এবং পেসার মার্ক উড।
স্বাভাবিকভাবেই একাদশে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার। তবে ভারত ও পাকিস্তান থেকে জায়গা পেয়েছেন সমান দু’জন করে। আর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার আছেন একজন করে। আছেন ব্যাটে বলে টুর্নামেন্টজুড়ে দারুণ পারফর্ম করা জিম্বাবুইয়ান অলরাউন্ডার সিকান্দার রাজা।
একাদশে আছেন- এলেক্স হেলস (ইংল্যান্ড), জশ বাটলার (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), সূর্য কুমার যাদব (ভারত), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), শাদাব খান (পাকিস্তান), স্যাম কারান (ইংল্যান্ড), মার্ক উড (ইংল্যান্ড), শাহিন আফ্রিদি (পাকিস্তান) এনরিখ নর্টযে (দক্ষিণ আফ্রিকা)। দ্বাদশ ক্রিকেটার হার্দিক পান্ডিয়া (ভারত)
অবাক করা বিষয় হলো বাংলাদেশের পাশাপাশি স্বাগতিক অস্ট্রেলিয়াসহ শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের কোনো ক্রিকেটার সুযোগ পাননি আইসিসির বিশ্বকাপের সেরা একাদশে।
Leave a Reply