বিপিএলে ঢাকা ফ্রাঞ্চাইজি নিয়ে নাটকীয়তা যেন থামছেই না। গত আসরের মতো এবারো শেষ মুহূর্তে এসে ঢাকা ফ্রাঞ্চাইজি নিয়ে বিপাকে বিসিবি। এখন পর্যন্ত বিসিবি’র দেয়া শর্ত না মানায় বিপিএল থেকে বাদ পড়তে পারে ঢাকা ফ্রাঞ্চাইজি।
বিতর্ক আর বিপিএল যেন ওতপ্রোতভাবে মিশে আছে। বিপিএল মাঠে গড়াবে, আর বিতর্ক হবে না! ভাবাটাও যেন স্বপ্ন সমান। এবারো বিপিএল মাঠে গড়ানোর আগেই সঙ্গী হলো বিতর্ক। যখন মাত্র সপ্তাহ খানেক সময় আছে বিপিএলের সম্ভাব্য নিলামের, তখন শোনা যাচ্ছে বিসিবির দেয়া শর্ত মানেনি ঢাকার স্বত্ব কেনা প্রগতি গ্রুপ।
গত সেপ্টেম্বরে আগামী তিন আসরের জন্য সাত দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিসিবি। ঢাকার দল গড়তে আগ্রহ দেখায় প্রগতি গ্রুপ। তবে আসর শুরুর আগেই বিসিবি’র দেয়া শর্ত পালন করতে পারছে না তারা। গ্যারান্টি ফি ১০ কোটি টাকা আদায় করতে ব্যর্থ প্রগতি গ্রুপ। ফলে এবারে রাজধানীর দলটা ছাড়াই মাঠে গড়াতে পারে বিপিএল।
গত আসরেও শেষ মুহূর্তে এসে গ্যারান্টি ফি আদায় না করায় ঢাকার স্বত্ব হারায় রুপা-মার্ন লিমিটেড। তবে শেষ মুহূর্তে এসে ফ্রাঞ্চাইজির দায়িত্ব নিতে আর কেউ আগ্রহ না দেখানোয় বিসিবি নিজেদের দায়িত্বেই ফ্রাঞ্চাইজিটি পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। তবে টুর্নামেন্টের মাঝ পথে এসে মিনিস্টার গ্রুপ ফ্রাঞ্চাইজির দায়িত্ব বুঝে নেয়।
Leave a Reply