রোদ বৃষ্টির লুকোচুরি চলছে পুরো বিশ্বকাপ জুড়ে। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে খুব একটা বাগড়া না দিলেও, সুপার টুয়েলভের প্রতিটি ম্যাচেই বৃষ্টি বাঁধায় পড়তে হয়েছে দলগুলোকে। কোনো কোনো ম্যাচে বলই গড়াচ্ছে না মাঠে বৃষ্টির দাপটে। আবার কোনো কোনো ম্যাচের ভাগ্যই বদলে দিচ্ছে বৃষ্টি। শেষ মুহূর্তে এসেও বৃষ্টি পিছু ছাড়েনি বিশ্বকাপকে, শিরোপা নির্ধারণী ম্যাচটাও বৃষ্টি নিজের করে নিতে চাচ্ছে।
এবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, তথা পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচেও রয়েছে বৃষ্টির আগমনী বার্তা। বার বার ম্যাচ থেমে যেতে পারে বৃষ্টিতে, ম্যাচ গড়াতে পারে বৃষ্টি আইনে সীমিত ওভারে। এমনকি ম্যাচও পণ্ড হতে পারে বৃষ্টিতে। এমনই বলছে সেখানকার আবহাওয়া অধিদফতর। তাদের দাবি আজ মেলবোর্নে বৃষ্টি হবার সম্ভাবনা শতভাগ। ফলে বৃষ্টিকে দ্বিতীয় প্রতিপক্ষ ভেবেই পরিকল্পনা সাজাতে হবে উভয় দলকে।
পরিকল্পনা সাজাচ্ছে আইসিসিও। এই বিশ্বকাপে বৃষ্টি যেভাবে একের পর এক ম্যাচে প্রভাব ফেলেছে তাতে ভাবনায় খোদ আইসিসি। বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা মেলবোর্নে। আজ সারাদিনে ৮ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। সাথে বইনে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া। এমতাবস্থায় নিয়মে রদবদল করে বাড়ানো হয়েছে খেলার সময়। অর্থাৎ আগে খেলা শেষ করার জন্য যতটা সময় থাকত, তার থেকে বেশি সময় থাকবে ফাইনালে।
আগে একটি টি-টোয়েন্টি ম্যাচের সময় ৫ ঘণ্টা ১০ মিনিট সময় থাকলেও এবার অতিরিক্ত ২ ঘণ্টা সময় রাখা হয়েছে। অর্থাৎ, ৭ ঘণ্টা ১০ মিনিট সময় পাবে দলগুলো। অন্যথায় খেলতে হবে রিজার্ভ ডে-তে। পরের দিন রিজার্ভ ডে-তেও বৃষ্টির সম্ভাবনা ৯৫ শতাংশ। ফলে ফলাফল থেকে যেতে পারে। অমীমাংসিত। আর তাই যদি হয় তবে যৌথভাবে শিরোপা উদযাপন করতে হতে পারে দুই দলকে।
Leave a Reply