দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে ভারত-ইংল্যান্ডের লড়াইয়ে। অ্যাডিলেড ওভালে আজ বৃষ্টির চোখরাঙানি আছে বেশ জোরেশোরেই। আবহাওয়ার পূর্বাভাস বলছে, অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা আছে ৪০ শতাংশ।
আগেই জানানো হয়েছিল, আজ বৃষ্টি হতে পারে ০.৪ মিলিমিটার পর্যন্ত। তবে এখন সেই পূর্বাভাস বেড়ে এক মিলিমিটারে এসে দাঁড়িয়েছে। এদিকে বৃষ্টির পরিমাণও বেড়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে বইতে পারে ঝড়ো বাতাস। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিকেল পর্যন্ত। আর থাকবে আকাশ মেঘলা।
রোদ-বৃষ্টির লুকোচুরি চলছে পুরো বিশ্বকাপজুড়ে। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে বৃষ্টি খুব একটা বাগড়া না দিলেও, সুপার টুয়েলভের প্রতিটি ম্যাচেই বৃষ্টি বাধায় পড়তে হচ্ছে দলগুলোকে। বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না বিশ্বকাপের। কোনো কোনো ম্যাচে বলই গড়ায়নি মাঠে। আবার কোনো কোনো ম্যাচের ভাগ্যই বদলে দিয়েছে বৃষ্টি।
এখন পর্যন্ত বৃষ্টির ফলে সুপার টুয়েলভ পর্বের চারটি ম্যাচে ফলাফল আসেনি। গুরুত্বপূর্ণ তিনটা ম্যাচ মাঠেই গড়ায়নি। আর জিম্বাবুয়ে- দক্ষিণ আফ্রিকা ম্যাচ মাঠে গড়ালেও জয় পরাজয় নির্ধারণ করা যায়নি। ফলে আজকের এই সেমিফাইনাল নিয়ে উদ্বেগ আছে দুই শিবিরেরই। আর আলোচনায় উঠে আসছে প্রশ্ন, কী হবে যদি বৃষ্টিতে বল মাঠে না গড়ায়?
উত্তর রিজার্ভ ডে। গ্রুপ পর্বের কোনো ম্যাচের জন্য রিজার্ভ ডে না থাকলেও নকআউটের জন্য তা আছে। ফলে আজ বৃহস্পতিবার ভারত ও ইংল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে খেলা না হলে তা মাঠে গড়াবে আগামীকাল, শুক্রবার। সেমিফাইনাল ও ফাইনালের জন্য একটি করে রিজার্ভ ডে রেখেছে আইসিসি। আর যদি আগামীকালও খেলা না হয়, তবে গ্রুপ পর্ব থেকে বেশী পয়েন্ট সংগ্রহ করায় ভারত উঠে যাবে ফাইনালে।
Leave a Reply