বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়েছে আফগানিস্তান। শেষ পর্যন্ত ৪ রানের জয় নিয়ে সম্মান বাঁচিয়েছে অজিরা। ফলে জয়হীন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করলো এশিয়ার দলটি। এই ব্যর্থতা হজম হতে না হতেই আরো এক ধাক্কা আফগান শিবিরে, নেতৃত্ব ছেড়ে দিয়েছেন মোহাম্মদ নাবি।
বিশ্বকাপ শুরুর আগে আফগানিস্তানকে ভাবা হচ্ছিল টুর্নামেন্টের ডার্ক হর্স। তবে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা ছাড়া আর কিছুই করতে পারেনি মোহাম্মদ নাবির দল। যদিও বৃষ্টি বাঁধায় দুই ম্যাচ থেকে পয়েন্টের ভাগ পেয়েছে আফগানিস্তান।
এমনি যখন দলের অবস্থা, তখন দলের হাল ছেড়ে দিলেন মোহাম্মদ নাবি। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর লিখিত বিবৃতির মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সেই সাথে বিশ্বকাপে দলের সার্বিক ব্যর্থতার দায়ও নিজের কাঁধেই রাখছেন নাবি। তবে অধিনায়কত্ব ছাড়লেও তিনি দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলে যাবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহাম্মদ নবি লেখেন, ‘প্রিয় স্বদেশী ও ক্রিকেট প্রেমীরা…
এই কারণে, সবার প্রতি সম্মান রেখেই আমি অনতিবিলম্বে দলের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিচ্ছি। আমি খেলোয়াড় হয়ে দেশের জন্য খেলে যাব, যতক্ষণ পর্যন্ত দলের আমার প্রয়োজন পড়বে। আমি আবার সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যারা বৃষ্টিতে ম্যাচ বাধাগ্রস্থ হবার পরেও মাঠে এসেছিলেন, যারা আমাদের বিশ্বজুড়ে সমর্থন করেছেন। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অনেক কিছু, আফগানিস্তান দীর্ঘজীবী হোক।
শুভকামনার সাথে,
মোহাম্মদ নবি’
দু’মেয়াদে মোহাম্মদ নাবির অধীনে ২৮টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। যেখানে ওয়ানডেতে জয় ১৩ ও টি-টোয়েন্টিতে দলকে জয়ের বন্দরে ভিড়িয়েছেন ১৬ বার।
Leave a Reply