1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন

শীতলক্ষ্যায় ফেরির সাথে ধাক্কা লেগে নৌকাডুবি, ৩ জনের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ফেরির সাথে ধাক্কা লেগে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে দুটি লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল। পরে রাত ১টার দিকে অপর লাশটি পাওয়া যায়।

নিহতরা হলেন শাওন ( ১৮), জিম (১৯) ও রিফাত (১৮)।

নিহত তিনজনই নারায়নগঞ্জ বার একাডেমির দশম শ্রেণির ছাত্র। নবীগঞ্জ মেলা থেকে বাসায় ফেরার সময় নৌকা ডুবে প্রাণ হারায় তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান উদ্দিন।

মো: উজ্জল হোসাইন নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, হাজীগঞ্জ থেকে নবীগঞ্জগামী ইঞ্জিনচালিত নৌকায় ৭ থেকে ৮ জন ছিল। মাঝ নদীতে দিয়ে ফেরির সাথে ধাক্কা লেগে একপাশ কাত হয়ে ডুবে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো: ফখর উদ্দিন আহম্মদ জানান, রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ থেকে বন্দরের নবীগঞ্জ যাওয়ার পথে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটে।

এদিকে, একই নৌকায় থাকা তামিমের বাবা সবুজ জানান, উনার ছেলের নাম রেদোয়ান হোসেন তামিম। সে নারায়ণগঞ্জ বার একাডেমীর দশম শ্রেণির ছাত্র। নিহত তিনজনও নারায়ণগঞ্জ বার একাডেমির ছাত্র। নবীগঞ্জ মেলা ঘুরা শেষে নৌকায় ফিরছিল তারা।

এমন ঘটনায় নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com