চোখেও দেখা দিতে পারে অ্যালার্জি। চোখের অ্যালার্জির নাম অ্যালার্জিক কনজাংটিভাইটিস। চোখের সামনের দিকে কালো অংশের (কর্নিয়া) শেষে দৃশ্যমান সাদা অংশ একটি স্বচ্ছ ঝিল্লি বা আবরণে ঢাকা থাকে। নাম কনজাংটাইভা। অ্যালার্জিক প্রতিক্রিয়ায় এ ঝিল্লিতে প্রদাহ হয়। এর নামই অ্যালার্জিক কনজাংটিভাইটিস। এমন প্রদাহে আইজিই নামক অ্যান্টিবডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
চোখের অ্যালার্জির বেশির ভাগ ক্ষেত্রে পরিবেশে থাকা নানা অ্যালার্জেনের মাধ্যমে হয়ে থাকে। এতে চোখ লাল, চোখে চুলকানি, পানি ঝরা, চোখে ফোলা ভাব, পাতার গোড়ায় ফুসকুড়ি ইত্যাদি উপসর্গ দেখা দেয়। অনেক সময় চোখের অ্যালার্জির সঙ্গে যুগপৎ নাকের অ্যালার্জিও দেখা দিতে পারে।
শৈশব ও কৈশোরেই অ্যালার্জির প্রাদুর্ভাব একটু বেশি থাকে। আগে থেকে যাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি আছে, বিশেষ করে পারিবারিকভাবে যাদের মধ্যে অ্যালার্জির প্রবণতা আছে, তারা এ সমস্যায় বেশি আক্রান্ত হয়ে থাকে। এদের অনেকের রক্তেই বেশি মাত্রায় আইজিই থাকতে দেখা যায়।
চিকিৎসা : চোখের অ্যালার্জি থেকে মুক্ত থাকতে ধুলোবালি, পশু ও পোষা প্রাণীর সংস্পর্শ, বাগান পরিচর্যা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। ময়লা বা পুরোনো কাপড়-চোপড়, পুরনো বই-পুস্তক, আসবাব সাবধানে নাড়াচাড়া করতে হবে। প্রসাধনসামগ্রী, সুগন্ধি ইত্যাদি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। কন্ট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের ক্ষেত্রে সলিউশন ব্যবহারে সতর্ক থাকতে হবে। শরীরের অন্যান্য অ্যালার্জি থাকলে তার চিকিৎসা নিতে হবে। অ্যালার্জিক কনজাংটিভাইটিস হলে চক্ষুরোগ বিশেষজ্ঞের পরামর্শে ওলোপেটাডিন বা প্রয়োজনে স্টেরয়েড জাতীয় ড্রপ ব্যবহার করতে হবে। অনেক সময় অ্যান্টি-হিস্টামিন জাতীয় বড়ি সেবন করতে হয়।
লেখক : চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন
সাবেক সহযোগী অধ্যাপক
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট
সিনিয়র কনসালট্যান্ট, আইডিয়াল আই কেয়ার ৩৭/৩-৪ রিং রোড, আদাবর, ঢাকা
০১৯২০৯৬২৫১২; ০১৮১৯২১২৭৪৯
Leave a Reply