1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

আমেরিকার ২৪৬তম মহান স্বাধীনতা দিবস উদযাপনের মাহেন্দ্রক্ষণে আজ সকল বাংলাদেশী অভিবাসীকে স্বাগতম

তাসের মাহমুদ, নিউইয়র্ক
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২

এসো বাঙালী, তোমরা নির্ভয়ে নির্দ্বিধায় সাত সমুদ্র, তেরো নদী পাড়ি দিয়ে এ’দেশে এসো ! দেশটি তোমার, আমার, এবং অবশেষে আমাদের সকলের। দীর্ঘজীবী হোক মার্কিন যুক্তরাষ্ট্র !

জেনে রেখো প্রিয় সারথী, মহান এই দেশটির কাছে বিশ্বের ঘর্মাক্ত কলেবর কখনো অচ্ছুৎ নয়, বরং তাদেরই জন্যে স্বোচ্চার প্রতিশ্রুতিতে হৃদ্য। অভিবাসী কিংবা এর সাথে সংশ্লিষ্টদের এ’দেশে কেউ কখনো উপহাস করেছে কিংবা অপমান করে অবাঞ্ছিত মন্তব্য ছুঁড়েছে বা তামাশা করেছে শুনিনি, দেখিনি কখনো। কালে-ভদ্রে কেউ তা করে থাকলেও পরবর্তীতে গায়ে সমর্পনের নামাবলি এঁকে শুদ্ধ হয়েছে। নবাগতদের স্বাগতম জানাতে গড় হয়েছে।

অনিবার্য ফলশ্রুতিতে পত্তনের প্রত্যয়ে দৃঢ় অথচ নিরাপত্তাহীন সন্ত্রস্ত জীবন-যাপনে বাধ্য কিছু মানুষ ক্ষীয়মান ঐতিহ্যের আকর্ষনে এ’দেশটির সাথে একাত্ম হয়েছে। নিজের প্রকাশ খুঁজেছে আমেরিকা নামের দেশে সীমাহীন সম্ভাবনার সাফল্যে উদ্বেলিত হয়ে।

অভিবাসীদের এই একত্রিকতাকে কক্ষনো ম্লান করার সাহস পায়নি মার্কিন যুক্তরাষ্ট্র । বরং গ্রহন করেছে একান্ত স্বদিচ্ছায়। কখনো আনন্দ-উৎসব দিয়ে, কখনো বা শোকে মূহ্যমান হয়ে।

মার্কিন কর্মকান্ডের এই সৃজন বৈভব দেশটিতে  বসবাসরত প্রতিটি বাঙালীর চেতনাকে ক্রমাগত হৃদ্য, প্রত্যয়ী এবং শ্রদ্ধান্বিত করুক।

আগন্তুক, তোমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে স্বাগতম ! সু-স্বাগতম !!

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com