কাতার বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন অ্যাঞ্জেল ডি-মারিয়া।
দেশের জার্সিতে বিশ্বকাপই শেষ অভিযান মারিয়ার। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লন্ডনে বুধবার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন ইতালির।
সেই ম্যাচের আগে ডিমারিয়া বলেছেন, বিশ্বকাপই আমার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য আর্জেন্টিনার অনেকেই তৈরি আছে। তরুণ ফুটবলারদের উন্নতি হচ্ছে। সর্বোচ্চ পর্যায়ের জন্য তারা প্রস্তুত। দেশের হয়ে খেলাটা সম্মানের। অনেক কিছু পেয়েছি। কিন্তু এবার থামব। কাতার বিশ্বকাপ শেষে নিশ্চিতভাবেই আমি সরে দাঁড়াব।
গত মার্চে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শেষে ডি-মারিয়া বলেছিলেন, দেশের মাঠে আর্জেন্টিনার হয়ে তার শেষ ম্যাচ হতে পারে এটিই। আর সেটাই অবশেষে সত্যি হলো। আর্জেন্টিনার হয়ে ১২১ ম্যাচে ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের গোল সংখ্যা ২৪।
গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে তার দুর্দান্ত গোলেই ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের খরা কাটিয়ে বড় কোনো ট্রফি জেতে আর্জেন্টিনা। বেনফিকা, রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছেন। পিএসজি থেকেও বিদায় নিয়েছেন। দেশের হয়ে বিশ্বকাপের আর না খেললেও ক্লাব ফুটবলে তিনি থাকবেন বলে জানিয়েছেন ডি-মারিয়া।
Leave a Reply