ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া বেলগরোদ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। শহরটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে। বুধবার স্থানীয় সময় ভোরে এসব বিস্ফোরণ হয়।
সেখানকার আঞ্চলিক গভর্নর ভিয়াচেসলভ গ্লাদকভ সামাজিক মাধ্যম অ্যাপ টেলিগ্রামে বলেছেন, তিনি রাত সাড়ে তিনটায় বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
এমনকি যখন তিনি সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ার জন্য লিখছিলেন, তখন আরও তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান।
মিস্টার গ্লাদকভ পরে জানান যে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী গোলাবারুদের ডিপোতে আগুন লেগেছে, তবে কোন বেসামরিক নাগরিকের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Leave a Reply