সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওরের একাংশের গুরমার হাওরের শেষ রক্ষা হলো না। রোববার শেষ বিকেলে তাহিরপুরের ওয়াচ টাওয়ার সংলগ্ন গুলগুলিয়া বাঁধ ভেঙ্গে গুরমার হাওরে প্রবেশ করে পাহাড়ি ঢল। তলিয়ে যাচ্ছে কৃষকের প্রায় আড়াই হাজার হেক্টর জমির বোরো ফসল। তাহিরপুর উপজেলার বর্ধিত গুরমার হাওরের ২৭নং পিআইসি’র ফসল রক্ষা বাঁধের বর্ধিত গুরমার হাওরের ওই বাঁধটি রক্ষার্থে তাহিরপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি সহ স্থানীয় কৃষক ও এলাকাবাসীকে নিয়ে গত ১০/১৫ দিন আপ্রাণ চেষ্টা করে।
Leave a Reply