রাশিয়ার ধনকুবের, ব্যাংক ও বাণিজ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা উপায় বাতলে দিয়েছেন যুক্তরাজ্যের পরররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস। তিনি জানিয়েছেন, ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করে যদি পুতিন আর আগ্রাসন না চালানোর প্রতিশ্রুতি দেন, তবেই রাশিয়া নিষেধাজ্ঞা মুক্ত হতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ব্রিটিশ সংবাদপত্র টেলিগ্রাফকে তিনি আরও জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট আর আক্রমণ না করলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।
তিনি আরও জানিয়েছে, শান্তি আলোচনায় সবধরনের সহায়তা করতে যুক্তরাজ্য প্রস্তুত আছে।
গতকালই ইউক্রেন অভিযানের প্রথম পর্ব শেষ হয়েছে বলে জানিয়েছিল মস্কো।
Leave a Reply