1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১৭ মে ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

শরীরে পচন ধরেছে, ক্ষুধা-তৃষ্ণায় কাটছে দিন…

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২

রাশিয়ার যুদ্ধবিমান আর ট্যাংক থেকে অনবরত গোলা আর বোমা বর্ষণ হচ্ছে ইউক্রেনের শহরগুলোতে।

মারিউপোলে বড় একটি ভবনের বেজমেন্টে আটকে আছেন শত শত মানুষ। সেখানে তীব্র খাদ্য সঙ্কটের পাশাপাশি দরকার হয়ে পড়েছে জরুরি স্বাস্থ্য সেবা।

সংক্রমণের কারণে অনেকের শরীরে পচন ধরেছে বলে জানিয়েছেন স্থানীয় এক শিক্ষক আনাসতাসিয়া পনমারেভা।

যুদ্ধের শুরুতেই তিনি শহর ছাড়লেও শহরে থাকা অনেকের সাথে তার যোগাযোগ আছে বলে জানান তিনি।

‘পরিস্থিতি অত্যন্ত মারাত্মক,’ বলছিলেন ওই শিক্ষক।

তারা বন্ধু ও পরিবারের সাথে দিনের বেশিরভাগ সময় ভবনের বেজমেন্টেই অবস্থান করছেন। সূর্যের আলোর সংস্পর্শ পেতে কখনো কখনো ভবনের ওপরে উঠছেন। কিন্তু ভবনের বাইরে যাওয়ার সুযোগ বিরল।

নিরাপত্তার অভাবে তারা আগেই তাদের বাড়িঘর ছেড়েছেন।

শহরের পশ্চিমদিকের শহরতলীতে একটি হাসপাতালের কর্মীরা বলছেন, তারা যেন রুশ সেনাদের হাতে জিম্মি হয়ে আছেন।

একজন কর্মী জানান, আশেপাশের কমপক্ষে চার শ’ জনকে রাশিয়ান সেনারা বাধ্য করেছে বাড়ি ছেড়ে হাসপাতালে আসতে।

‘এখন আমরা আর যেতে পারছি না,’ বলছিলেন তিনি।

আঞ্চলিক গভর্নর পাবলো কিরিলেঙ্কো বলেছেন, সাম্প্রতিক গোলাবর্ষণে সব ধ্বংস হয়ে গেছে যদিও কর্মীরা হাসপাতালের বেজমেন্টেই লোকজনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

অন্যদিকে প্রায় দুই হাজার গাড়ি মানবিক করিডোর দিয়ে মারিউপোল ছাড়ার সুযোগ পেয়েছে। যুদ্ধের আগে চার লাখ মানুষ শহরে বাস করতো।

সিটি কাউন্সিল বলছে, কমপক্ষে দুই হাজার মানুষ এরই মধ্যে মারা গেছেন।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com