নারীদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আসরের প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। আজ সোমবার রোমাঞ্চকর ম্যাচে ৯ রানের জয় পেয়েছে বাঘিনীরা।
এদিন হ্যামিল্টনে আগে ব্যাটিং করে সাত উইকেটে ২৩৪ রান করে নিগার সুলতানার দল। তবে নির্ধারিত ৫০ ওভারে সেই লক্ষ্য ছুঁতে পারেনি পাকিস্তান। তারা ৯ উইকেটে করতে পারে ২২৫ রান। আর তাতে বিশ্বকাপ ময়দানে নিশ্চিত হয়েছে মেয়েদের ঐতিহাসিক এক জয়।
অবশ্য জয়ের পথটা মোটেও মসৃণ ছিল না। এক উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে জয়ের সুবাস পাচ্ছিল পাকিস্তান। সেখান থেকে ফাহিমা খাতুন ও রুমানা আহমেদের ঘুর্ণিজাদুতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৩৩ রানে পাকিস্তান ছয় উইকেট হারালে তাদের স্কোর দাঁড়ায় সাত উইকেটে ১৮৮! একপ্রান্ত আগলে রেখে সিদ্রা আমিন লড়াই করলেও দলকে জেতাতে পারেননি। ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে পাকিস্তানের এই ব্যাটার রান আউটে ফিরলেই নিশ্চিত হয় বাংলাদেশের অবিশ্বাস্য এক জয়।
বাংলাদেশের বোলারদের মধ্যে ফাহিমা খাতুন ৩৮ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। এছাড়া রুমানা নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম ও সালমা খাতুন।
Leave a Reply