1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন

আইপিএল : কোন ক্রিকেটার বিক্রি হলেন কত দামে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম দিনের নিলাম শেষ হয়েছে গতকাল শনিবার। তারকা ক্রিকেটারদের বেশির ভাগই এ দিন দল পেয়েছেন। তবে সাকিব আল হাসানসহ অনেকেই দল পাননি।

শনিবার সবচেয়ে বেশি ১০ জন ক্রিকেটার দলে নিয়েছে হায়দরাবাদ, সব থেকে কম চারজনকে কিনেছে মুম্বই।
প্রথম দিনের মোট ৯৭ জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়। যাদের মধ্যে মোট ৭৪ জনকে দলে নিয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। কারা কত টাকায় কাদের দলে নেয় প্রথম দিনে, দেখে নিন সম্পূর্ণ তালিকা।

চেন্নাই সুপার কিংস : তুষার দেশপান্ডে (২০ লাখ রুপি), আম্বাতি রায়াড়ু (৬ কোটি ৭৫ লাথ), দীপক চাহার (১৪ কোটি), কেএম আসিফ (২০ লাখ), ডোয়েন ব্র্যাভো (৪ কোটি ৪০ লাখ), রবীন উথাপ্পা (২ কোটি)।

দিল্লি ক্যাপিটালস : শার্দুল ঠাকুর (১০ কোটি ৭৫ লাখ), মিচেল মার্শ (৬ কোটি ৫০ লক্ষ), মুস্তাফিজুর রহমান (২ কোটি), কেএস ভরত (২ কোটি), ডেভিড ওয়ার্নার (৬ কোটি ২৬ লাখ), কুলদীপ যাদব (২ কোটি), অশ্বিন হেব্বার (২০ লক্ষ), কমলেশ নাগারকোটি (১ কোটি ১০ লাখ), সরফরাজ খান (২০ লাখ)।

গুজরাট টাইটানস : নূর আহমেদ (৩০ লাখ), জেসন রয় (২ কোটি), মোহাম্মদ শামি (৬ কোটি ২৫ লাখ), রাহুল তেওয়াটিয়া (৯ কোটি), অভিনব সাদারঙ্গানি (২ কোটি ৬০ লাখ), লকি ফার্গুসন (১০ কোটি), আর সাই কিশোর (৩ কোটি)।

কলকাতা নাইট রাইডার্স : শিবম মাভি (৭ কোটি ২৫ লাখ), শেল্ডন জ্যাকসন (৬০ লাখ), প্যাট কামিন্স (৭ কোটি ২৫ লাখ), শ্রেয়স আইয়ার (১২ কোটি ২৫ লাখ), নীতিশ রানা (৮ কোটি)।

লখনউ সুপার জায়ান্টস : আবেশ খান (১০ কোটি), কুইন্টন ডি’কক (৬ কোটি ৭৫ লাখ), মার্ক উড (৭ কোটি ৫০ লাখ), মণীশ পান্ডে (৪ কোটি ৬০ লাখ), জেসন হোল্ডার (৮ কোটি ৭৫ লাখ), দীপক হুডা (৫ কোটি ৭৫ লাখ), ক্রুণাল পান্ডিয়া (৮ কোটি ২৫ লাখ), অঙ্কিত রাজপুত (৫০ লাখ)।

মুম্বই ইন্ডিয়ান্স : বাসিল থাম্পি (৩০ লক্ষ), মুরুগান অশ্বিন (১ কোটি ৬০ লাখ), ডেওয়াল্ড ব্রেভিস (৩ কোটি), ইশান কিষাণ (১৫ কোটি ২৫ লাখ)।

পাঞ্জাব কিংস : জিতেশ শর্মা (২০ ললাখ), শাহরুখ খান (৯ কোটি), জনি বেয়ারস্টো (৬ কোটি ৭৫ লাখ), হরপ্রীত ব্রার (৩ কোটি ৮০ লাখ), শিখর ধাওয়ান (৮ কোটি ২৫ লাখ), ইশান পোড়েল (২৫ লাখ), কাগিসো রাবাদা (৯ কোটি ২৫ লাখ), রাহুল চাহার (৫ কোটি ২৫ লাখ), প্রবসিমরন সিং (৬০ লাখ)।

রাজস্থান রয়্যালস: কেসি কারিয়াপ্পা (৩০ লক্ষ), রিয়ান পরাগ (৩ কোটি ৮০ লক্ষ), ট্রেন্ট বোল্ট (৮ কোটি), রবিচন্দ্রন অশ্বিন (৫ কোটি), যুজবেন্দ্র চাহাল (৬ কোটি ৫০ লক্ষ), শিমরন হেতমায়ের (৮ কোটি ৫০ লক্ষ), প্রসিধ কৃষ্ণা (১০ কোটি), দেবদূত পাডিক্কাল (৭ কোটি ৭৫ লক্ষ)।

আরসিবি: ফ্যাফ ডু’প্লেসি (৭ কোটি), অনূজ রাওয়াত (৩ কোটি ৪০ লক্ষ), জোস হ্যাজেলউড (৭ কোটি ৭৫ লক্ষ), আকাশ দীপ (২০ লাখ), শাহবাজ আহমেদ (২ কোটি ৪০ লাখ), দীনেশ কার্তিক (৫ কোটি ৫০ লাখ), হার্ষাল প্যাটেল (১০ কোটি ৭৫ লাখ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (১০ কোটি ৭৫ লাখ)।

সানরাইজার্স হায়দরাবাদ : নিকোলাস পুরান (১০ কোটি ৭৫ লাখ), জগদীশা সূচিত (২০ লাখ), শ্রেয়স গোপাল (৭৫ লাখ), কার্তিক ত্যাগী (৪ কোটি), ওয়াশিংটন সুন্দর (৮ কোটি ৭৫ লক্ষ), ভুবনেশ্বর কুমার (৪ কোটি ২০ লক্ষ), টি নটরাজন (৪ কোটি), প্রিয়ম গর্গ (২০ লাখ), অভিষেক শর্মা (৬ কোটি ৫০ লাখ), রাহুল ত্রিপাঠী (৮ কোটি ৫০ লাখ)

সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com