জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে লেখক সাংবাদিক শিব্বির আহমেদ রচিত গান “ঞঐঊ ঝটচজঊগঊ – শ্রেষ্ঠ সন্তান” এর গ্লোবাল রিলিজ’র আয়োজন করা হয়েছে। “ঞঐঊ ঝটচজঊগঊ – শ্রেষ্ঠ সন্তান” এর গ্লোবাল রিলিজ’র এই অনুষ্ঠান আগামী ৬ মার্চ শুক্রবার জ্যাকসন হাইটসের জুইস সেন্টার, ৩৭-০৬, ৭৭ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক ১১৩৭২ এ (৩৭-০৬ ৭৭ঃয ঝঃ, ঋষঁংযরহম, ঘণ ১১৩৭২) বিকাল সাড়ে পাঁচটায় সময় অনুষ্ঠিত হবে ।
জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে এই বিশেষ আয়োজনে সবাইকে উপস্থিত থাকার সবিনয় অনুরোধ জানানো হয়েছে। জাতির পিতার জন্মশতবার্ষিকীকে ঘিরে সবার কিছু অসাধারন স্মৃতি রচিত হবে বলে এই অনুস্ঠানের উদ্যাক্তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
Leave a Reply