দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে বোমা ফাটিয়েছিলেন বিরাট কোহলি। তার মন্তব্যে প্রকাশ্যে চলে আসে বোর্ডের সাথে ক্যাপ্টেনের সংঘাত। সেই বিতর্ক অনেকখানি গড়িয়েছে। তবে ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দাবি নিয়ে আলাদা করে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি সৌরভ।
এবার তারই এককালের সতীর্থ মহম্মদ কাইফ গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন। তার দাবি, সাংবাদিক বৈঠকে করা কোহলির মন্তব্যের মধ্যে জোর করে সৌরভকে টেনে আনা হয়েছে।
২৬ ডিসেম্বর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ টিম ইন্ডিয়ার। সে দেশে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোহলি জানিয়েছিলেন, টি-টোয়েন্টির নেতৃত্ব না ছাড়তে তাকে কেউ অনুরোধ করেননি। পাশাপাশি এও দাবি করেন যে দল ঘোষণার মাত্র দেড় ঘণ্টা আগে জানতে পেরেছিলেন তিনি আর ওয়ানডে অধিনায়ক থাকছেন না। যদিও কোহলির দুই অভিযোগই খারিজ করে দেয় বোর্ড।
এ প্রসঙ্গে সৌরভ শুধু জানিয়েছিলেন, তিনি আলাদা করে কোনো মন্তব্য করতে চান না। এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেয়ার বিসিসিআই নেবে। ভারতের সাবেক ক্রিকেটার মনে করছেন, এই ঘটনায় জোর করে সৌরভের নাম জড়িয়েছে।
তার কথায়, সম্প্রতি নেতিবাচক কারণে শিরোনামে উঠে এসেছে ভারতীয় ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা পাড়ি দেয়ার আগে বিরাট কোহলির সাংবাদিক বৈঠক নিয়ে ঝড় ওঠে। যেখানে সৌরভেরও নামও ঢুকে যায়।
কাইফ মনে করছেন, এ নিয়ে দোষারোপ, পালটা দোষারোপের পালায় কে ঠিক কে ভুল, তা গৌণ। এখন প্রয়োজন গোটা বিষয়টা ঠাণ্ডা মাথায় সামলানো। আর তার জন্য তিনি ভরসা রাখছেন টিম ইন্ডিয়ার নয়া কোচ রাহুল দ্রাবিড়ের উপরই।
কাইফের বিশ্বাস, যেকোনো কঠিন পরিস্থিতি শক্ত হাতেই সামলে নিতে পারবেন দ্রাবিড়। মাঠের বাইরের কোনো বিষয় যাতে ভারতীয় দলের ড্রেসিংরুমে প্রবেশ করতে না পারে, তার দেখভাল করবেন মিস্টার ডিপেন্ডেবলই।
সূত্র : সংবাদ প্রতিদিন
Leave a Reply