1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন

আফগানিস্তানে খাদ্য সঙ্কট বাড়ছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
????????????????????????????????????????????????????????????????????????????

জাতিসঙ্ঘের কর্মকর্তারা বলেছেন যে আফগানিস্তানে খাদ্য সঙ্কট বেড়ে গেছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন যেন তারা আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠান। শুক্রবার তোলো নিউজ তাদের প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করেছে।

আফগানিস্তানে জাতিসঙ্ঘের বিশেষ প্রতিনিধি ও মানবিক সাহায্যের বিষয়ে সমন্বয়ক রমিজ অলকবারভ জোর দিয়ে বলেন, জাতিসঙ্ঘ আফগানিস্তানের সাধারণ মানুষদের খাদ্য সহায়তা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু, এখন লাখ লাখ আফগানকে সাহায্য করতে আরো অর্থের প্রয়োজন। এসব মানুষ বিদেশী সাহায্যের ওপর নির্ভরশীল।

জাতিসঙ্ঘের নিজস্ব গণমাধ্যম ইউএন নিউজের বরাত দিয়ে রমিজ অলকবারভ বলেন, আফগানিস্তানে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অর্ধেকেরও বেশি এখন চরম অপুষ্টিতে ভুগছে। এছাড়া আফগানিস্তানের তিন ভাগের একভাগ মানুষ ঠিক মতো খাবার পাচ্ছেন না। এখন এসব মানুষকে বাঁচাতে আন্তর্জাতিক খাদ্য সহায়তা প্রয়োজন। এখন আফগানদের এ মানবিক সঙ্কট দূর করতে খাদ্য, ওষুধ ও নিরাপত্তা সরঞ্জাম প্রয়োজন। এছাড়া অন্যান্য মানবিক সাহায্যও দরকার।

এদিকে জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস বলেন, আফগানিস্তানে মারাত্মক অনাবৃষ্টি ও আসন্ন চরম শীতের কারণে দেশটির সাধারণ মানুষদের আরো খাদ্য, আশ্রয় ও ওষুধ প্রয়োজন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন যেন তারা আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠান।

সূত্র : তোলো নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com