পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদার বন্দরে বিদ্যুৎ সরবরাহের জন্য ইরান থেকে ৭০-১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে চাচ্ছে দেশটির সরকার। বিষয়টি নিয়ে তারা ইরানের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন এবং বিশেষ উদ্যোগ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী আসাদ উমরের সভাপতিত্বে চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোরের (সিসিওসিপিইসি) কেবিনেট কমিটির এক অধিবেশনে ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দ্য নিউজের খবরে বলা হয়েছে, গোয়াদার বন্দরে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষম বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ ২০২৩ সাল নাগাদ সম্পন্ন হবে। মন্ত্রণালয়ের বৈঠকে বিভিন্ন কারণে এর নির্মাণকাজ বিলম্বিত হওয়ার কারণে বিকল্প নিয়ে আলোচনা করা হয়। যেসব বিকল্প নিয়ে আলোচনা করা হয় তার মধ্যে ইরান থেকে ৭০-১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সিদ্ধান্তই গৃহীত হয়।
মন্ত্রণালয়ের বৈঠকে আরও বলা হয়, জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ২২০ কেভির একটি ট্রান্সমিশন লাইনও নির্মাণ করা হবে।
এর আগেও বেলুচিস্তানে বিদ্যুৎ সরবরাহ করেছে ইরান। কিন্তু নিজেদের জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার কারণে বিগত কয়েক বছর ধরে এখানে বিদ্যুৎ দিতে পারছে না তেহরান। বর্তমানে পাকিস্তানের এই প্রতিবেশী দেশটি বিদ্যুৎ উৎপাদনে উদ্বৃত্তের মধ্যে থাকার কারণে এখান থেকে বিদ্যুৎ কেনার পরিকল্পনা করা হচ্ছে।
Leave a Reply