1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে মৃত্যু আরও ২৫

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেকহা) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনায় এবং ১৩ উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মমেকহা’য় করোনা রোগী ভর্তি ৩৫৯ জন। গতকাল মারা গিয়েছিল ২৩ জন। এছাড়া বেসরকারি কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি করোনা ইউনিটে ভর্তি মোট ২১ জন রোগী চিকিৎসাধীন।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ময়মনসিংহের ৮ জন, নেত্রকোনা ও শেরপুরের ১ জন করে রয়েছেন।

তারা হলেন- ময়মনসিংহ সমদরের নুরুল হুদা (৬৫), পরিমল চন্দ্র দে (৯০), নুরুল ইসলাম (৬০), ত্রিশালের হাসিনা (৬২) ও আনোয়ারা বেগম (৭৭), তারাকান্দার ইউসুফ (৮০), নান্দাইলের আব্দুল হেলিম (৬৫), হালুয়াঘাটের বিজয় রিচিল (৬০),  নেত্রকোনার মোহনগঞ্জের জাহানারা (৫৪), শেরপরের শ্রীবরদীর মাহমুদা (৬৪)।

এছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ জনের মধ্যে ময়মনসিংহের ১০ জন,  নেত্রকোনার ২ জন, জামালপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের ১ জন রয়েছেন।

তারা হলেন- ময়মনসসিংহ নগরীর শিববাড়ির সীমা সাহা (৫০), কালীবাড়ির লুতফুন্নাহার (৮৩), গফরগাঁওয়ের রমিজউদদীন (৮৫) ও সালেহা (২৫), ত্রিশালের শামীমা নাসরিন (২৬) ঈশ্বরগঞ্জের রওশন আরা (৫০),ফুলবাড়িয়ার আবু বকর সিদ্দিক (৬০), নান্দাইলের খোদেজা বেগম (৪৬), গৌরীপুরের শিরিন (৫০), মুক্তাগাছার জরিনা খাতুন (৫৫), নেত্রকোনার পুর্বধলার ফরহাদ (৪৫), কেন্দুয়ার আব্দুর রহমান (৮৫), জামালপুর দেওয়ানগঞ্জের রোকেয়া (৬০), কিশোরগঞ্জ সদরের সুমেতা (৬০) ও টাঙ্গাইল মধুপুরের আকবর আলী (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৩৫৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২১ রোগী। নতুন শনাক্ত ৩২৩ ও ভর্তি হয়েছেন ৪৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। ওয়ান স্টপ ফ্লু কর্নারে গত ২৪ ঘণ্টায় মোট সেবা নিয়েছেন ১১০ জন ও ১৮ জন টেলিমেডিসিন সেবা নিয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায়  ৬৮৪ নমুনা পরীক্ষা করে ১৮৬ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৭.১৯ শতাংশ এবং এর আগেরদিন ১৩ আগস্ট ছিল ২৩.১৬ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটের মুখপাত্র ডা. খায়রুল ইসলাম সিজার জানান, ১৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সিবিএমসিবি করোনা ইউনিটে ভর্তি রোগী করোনায় ১৩ জন ও উপসর্গ নিয়ে ৮ জনসহ মোট ২১ জন। তন্মধ্যে নতুন ভর্তি ৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com