যুক্তরাষ্ট্রে নতুন করে যারা করোনারোধী টিকা নিচ্ছেন, তাদের জনপ্রতি ১০০ ডলার দিতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির সব অঙ্গরাজ্য, আঞ্চলিক ও স্থানীয় সরকারগুলো যেন টিকাগ্রহীতাদের হাতে এই অর্থ তুলে দেয়, সেই আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে টিকাদানের হার বাড়ানোর লক্ষ্যে এ পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন রাজস্ব দপ্তর।
৩৫ হাজার কোটি ডলার তহবিল থেকে এই প্রণোদনা দেওয়া হতে পারে। দপ্তরটি জানিয়েছে, তারা এমন একটি ট্যাক্স ক্রেডিট বর্ধিত করছে, যার আওতায় চাকরিদাতারা কর্মচারীদের টিকা নেওয়ার সময় সবৈতনিক ছুটির জন্য মজুরি দাবি করতে পারবেন। রয়টার্স।
Leave a Reply