বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন চীনফেরত এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত নন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান এক বিবৃতি এ তথ্য জানান।
সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান জানান, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনিস্টিটিউট (আইইসিডিআর) ওই শিক্ষার্থীর নমুনা পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন বলে নিশ্চিত করা হয়েছে।
সোমবার দুপুরে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রতিনিধি দল বরগুনা আসেন এবং বরগুনা জেনারেল হাসপাতালের পর্যবেক্ষণ কক্ষে থাকা চীনফেরত ওই শিক্ষার্থীর নমুনা (রক্ত, নাক ও গলা থেকে সোয়াপ) সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনিস্টিটিউটের (আইইসিডিআর) ল্যাবে পাঠান।
উল্লেখ্য, করোনাভাইরাস আতঙ্কে ওই শিক্ষার্থী গত ১৫ ফেব্রুয়ারি চীন থেকে পালিয়ে দেশে ফেরেন। ১৬ ফেব্রুয়ারি বরগুনায় পৌঁছলে শরীরে জ্বর অনুভব হয়। পরে তাকে বরগুনা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Leave a Reply