করোনা সংক্রমণ প্রতিরোধে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে আবার প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ক্ষেত্রে সিনোফার্মের টিকা দেশের মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালসহ টিকা কেন্দ্রগুলোতে দেওয়া হবে।
রাজধানীর সাতটি কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেওয়া হবে ফাইজারের টিকা। তবে আপাতত অগ্রাধিকারের ভিত্তিতেই সারা দেশে টিকা দেওয়া হবে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়তিম করোনা বুলেটিনে অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এসব তথ্য জানিয়েছেন।
Leave a Reply