দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতার পরও শাস্তির মুখোমুখি হতে হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলকে। স্লো ওভার রেটের কারণে দলের প্রত্যেকের ম্যাচ ফির ২০ শতাংশ কাটা হয়েছে। গতকাল রোববার রাতে সিরিজ নির্ধারণী ম্যাচে নানা নাটকীয়তার পর জেতে ইংল্যান্ড।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড জেতে ২-১ ব্যবধানে। সিরিজের সবগুলো ম্যাচই ছিল নাটকীয়তায় ভরা। সেঞ্চুরিয়নে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও এক ওভার পিছিয়ে ছিলেন ইংলিশরা। দলটির অধিনায়ক ইয়ন মরগান এ শাস্তি মেনে নিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী এই শাস্তির মুখোমুখি হয়েছে ইংল্যান্ড দল।
আগে ব্যাটিং করে ২২৩ রানের বিশাল টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। মরগানের মাত্র ২২ বলে ৫৭ রানের ইনিংসে পাঁচ বল হাতে রেখেই জিতে যায় ইংল্যান্ড। এই সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় পায় এক রানে, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড জয় পায় দুই রানে আর শেষ ম্যাচে পাঁচ উইকেটে জিতে যায় ইংল্যান্ড।
Leave a Reply